তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সম্মিলিত উদ্দোগ – প্রতিহত করি দুর্যোগ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, কৃষি অফিসার রায়হানুল হক, উপজেলা মৎস অফিসার শিরিন সুলতানা, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, ফায়ার সার্ভিস ইনচার্জ মনজুর ফারাজি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মনজুর ফারাজি। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্ততি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ফায়ার সার্ভিস আজকে যে মহড়া দেখিয়েছে, এ থেকে অনেকেই দুর্যোগের পুর্ব প্রস্ততি গ্রহন করতে পারবে। দুর্গাপুর একটি দুর্যোগপুরর্ন উপজেলা। কাজেই দুর্যোগের সময় কোন প্রকার ভয় না পেয়ে, সাহসিকতার সাথে তা মোকাবিলা করার প্রস্ততি নেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।
কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩