তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডকে মাদকমুক্ত করণ এলাকা হিসেবে ঘোষণা ও সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় মার্কাস মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ শহিদুল্লাহ্ মুন্সির সভাপতিত্বে, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায়, আলোচনা সভার উদ্বোধন করেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইনুল হক বুলবুল। এ সময় বক্তব্য রাখেন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনী, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণী, মার্কাস মসজিদের খতিব হাফেজ আহমেদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক এখন সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। ইতোমধ্যে দুর্গাপুর-কলমাকান্দার অভিভাবক, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় উপজেলা বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা। এরই অংশ হিসেবে দুর্গাপুর পৌরসভাকেও মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান। তরুণ প্রজন্ম এই মাদকের কারণে ধ্বংসের পথে যাচ্ছে। তাই সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা পেলে, দুর্গাপুর উপজেলার প্রতিটি অঞ্চলকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
ওসি মো. মাহমুদুল হাসান বলেন, আমরা দুটি ওয়ার্ডের ২২জন মাদকসেবীদের একটি তালিকা পেয়েছি। খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। তারা যদি ভালো হয়ে যায়, তাহলে সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি মাদক থেকে সরে না আসে, তাহলে তাদের স্থান হবে জেলখানায়। কোনো মাদকসেবী বা ব্যবসায়ীর দুর্গাপুরে ঠাঁই হবে না এই প্রতিশ্রুতি দিচ্ছি। আজ থেকেই পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড মাদকমুক্ত হবে। মাদকবিরোধী অভিযানে সহায়তা করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৫,/রাত ১১:২২