রাজধানীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি
Update Time :
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
১৮
Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সহ দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা।শনিবার দুপুর সাড়ে ১২টায় ছাত্র, যুব ও শ্রমিক গণঅধিকার পরিষদের আয়োজনে শহরের মুক্তি মোড় পৌরসভার সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ একটি গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা সভাপতি আবু সাদাদ সৌখিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা সভাপতি আবু সাদাদ সৌখিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমন, সহ-সভাপতি আব্দুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এহসানুল হক জুয়েল, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ।বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে সারাদেশে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এবং এ হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় একটি মশাল মিছিলের ঘোষণা দেন নেতাকর্মীরা।