শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : পরিবারের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নারীর ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা করা হয়েছে। আজ বুধবার সকাল বেলায় নেত্রকোণা নারী প্রগতি সংঘ প্রাঙ্গণে সভা করা হয়।
বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, নেত্রকোণা নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, শিক্ষক শিউলী চক্রবর্তী, নারী নেত্রী কামরুন্নহার, শিল্পী ভট্টাচার্য, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল প্রমুখ।
বক্তারা বলেন, সুখী সুন্দর পরিবার গড়তে নারীদের ভূমিকা রয়েছে। তবে নারীদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। পরস্পরের সাথে সঠিক পরামর্শ বা আলোচনা করা। পরিবারে পুরুষদের পাশাপাশি নারীদের কথা বলার সুযোগ দেওয়া।
কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৫