এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরের কুঠিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে “মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপিট,” এ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস আক্তার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
সহকারি শিক্ষক মামুন শামীম আক্তার লিখনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যনেল মেয়র মাষ্টার কামালআহমেদ বিশ্বাস, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আব্দুস সালাম, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নাসিরউদ্দীন। বক্তৃতা করেন শিক্ষার্থী রায়হান আলম ও সানিমুল হাসান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোহিনুর বেগম, নাজনীন সুলতানা, নার্গিস আক্তার, তানসীএলাহী, নাজনীন রহমান ও অবিভাবক মায়েরা ও শিক্ষার্থীবৃন্দ। সমাবেশে বক্তারা ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য “হ্যাঁ” ভোট গণভোট দেওয়ার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০