ডেস্ক নিউজ : বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, তিনটি হাতবোমা, দেশি-বিদেশি মদ ও ৫৭টি চেক বই উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মহিলারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈকত গুহ পিকলু এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টু।
নির্বাচন বানচালে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাশেদ। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের অস্ত্র, বোমা ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
অভিযান পরিচালনা করা সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ (পিএসসি) বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন সেনা সদস্যরা। এ ধরনের যে কোনো কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। এর আগেও আমরা অস্ত্র এবং মাদকসহ বেশ কিছু অপরাধীকে আটক করে পুলিশের কাছে দিয়েছি।
আটক সৈকত গুহ পিকলু ও সলিল গুহ পিন্টু উপজেলার আশোকাঠি গ্রামের কালিয়া দমন গুহুর ছেলে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ক্যাডার হিসেবে পরিচিত।