বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফ্যাশন ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে অংশ নেন মিশা সওদাগর। শোরুম উদ্বোধনী ফিতা কাটার মুহূর্তে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মিশা সওদাগর আরও বলেন,আন্তর্জাতিক মান বজায় রেখে ফ্যাশন জগতে নতুনত্ব আনবে নতুন ব্যান্ডটি। তাই এবারই প্রথম কোনো ব্র্যান্ডের উদ্বোধনে আসলাম। কারণ আমি জানি, দর্শক আমাকে বিশ্বাস করেন।
প্রসঙ্গত, শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশা সওদাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফ্যাশন সংশ্লিষ্ট পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২২