বিনোদন ডেস্ক : পরিচালক আদিত্য ধরের স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ আরও একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করল। জনপ্রিয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ)-এর সর্বকালের সেরা ২৫০ টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে আইএমডিবি-এর তালিকা অন্যতম বিশ্বাসযোগ্য চলচ্চিত্র র্যাংকিং হিসেবে বিবেচিত হয়। এই তালিকা শুধুমাত্র গড় রেটিংয়ের উপর নির্ভর করে বানানো হয় না; বরং একটি অ্যালগরিদমের মাধ্যমে ভোটের বিশ্বাসযোগ্যতা, জনপ্রিয়তা এবং সম্ভাব্য রিভিউ কারসাজি বা নতুন ছবির প্রতি পক্ষপাত এড়িয়ে র্যাংকিং নির্ধারণ করা হয়। সে কারণে এই তালিকায় স্থান পাওয়া যে কোনো ছবির জন্যই বড় সম্মানের।
গত কয়েক বছরে খুব অল্প সংখ্যক ভারতীয় সিনেমাই মর্যাদাপূর্ণ এই তালিকায় জায়গা পেয়েছে। রণবীর সিংয়ের সিনেমার পাশাপাশি বর্তমানে ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জমিন পার’, ‘টুয়েলভ্থ ফেইল’, ‘জয় ভীম’ এবং ‘মহারাজা’–এর মতো প্রশংসিত ছবিগুলো এই তালিকায় রয়েছে। এদিকে, তালিকার শীর্ষে রয়েছে বিখ্যাত হলিউড ছবি ‘দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন’। এরপরের অবস্থানে আছে যথাক্রমে ‘দ্য গডফাদার’ ও ‘দ্য ডার্ক নাইট’।
তালিকায় আরও রয়েছে ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘প্যারাসাইট’, ‘হুইপ্ল্যাশ’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মতো বিশ্বজুড়ে সমাদৃত সব সিনেমা। পরিশেষে আন্তর্জাতিক এই স্বীকৃতিই প্রমাণ করে যে, ‘ধুরন্ধর’ কেবল বাণিজ্যিক সাফল্যেই সীমাবদ্ধ নয়—বরং এটি বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে ভারতীয় সিনেমার গভীরভাবে সংযোগ স্থাপনেও সক্ষমতার প্রমাণ রেখেছে।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০