আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। চীন সফররত অবস্থায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রভাব খাটিয়ে যুদ্ধ বন্ধের পথ প্রশস্ত করতে পারেন।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘চীন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে একটি বাস্তব সুযোগ আছে-রাশিয়ার সঙ্গে সহযোগিতা সীমিত করা এবং পুতিনের ওপর কূটনৈতিক প্রভাব খাটিয়ে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর।’ খবর রয়টার্সের। এদিন বেইজিংয়ে চীনের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী অরপো। বৈঠকের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, শি জিনপিং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে বলেন-চীন ও ফিনল্যান্ডকে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তিতে একটি বহুমুখী (মাল্টিপোলার) বিশ্বব্যবস্থা এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন আনুষ্ঠানিকভাবে নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরলেও রাশিয়ার সঙ্গে তার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পশ্চিমা বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্য নতুন করে চীনের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আলোচনাকে জোরালো করেছে। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থান বিশেষ গুরুত্ব বহন করে। সেই প্রেক্ষাপটে চীনের রাজধানী বেইজিং থেকে ইউক্রেন যুদ্ধ অবসানে এমন আহ্বান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৯