আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় সুনামধন্য শ্যামলী পরিবহনের নতুন কাউন্টার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় ডোমার কোচ কাউন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউন্টার ম্যানেজার রকি বাবুর সভাপতিত্বে অতিথি হিসাবে নীলফামারী জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, সংগঠনের ডোমার উপ-শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা, আলহাজ¦ জহুরুল হক দিপু, প্রচার সম্পাদক রুহুল আমিন, কোষাধক্ষ্য মোকবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
কাউন্টার ম্যানেজার রকি বাবু জানান দীর্ঘদিন যাবত শ্যামলী পরিবহন সুনামের সহিত যাত্রী সেবা দিয়ে আসছে। নতুন কাউন্টার থেকে ৪টি গাড়ী ডোমার থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচল করবে। যাত্রী সেবার মান উন্নত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আলোচনা শেষে ব্যবসা সাফল্যের জন্য এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:১০