শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আমিরাত, চূড়ান্ত হলো ২০ দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।

বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলেছিল ২০১৪ ও ২০২২ সালের আসরে। আরব আমিরাতের সঙ্গে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ ৭ দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে তিন দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাকি জায়গা পূরণ করতে বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit