মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হেরোইন সহ রেহেনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে আটককৃত ঐ মাদক ব্যবসায়ী নারীর বসতবাড়ির উঠান থেকে হিরোইন সহ তাকে হাতে নাতে আটক করেন করা হয়। আটক মাদক ব্যবসায়ী রেহেনা খাতুন (৬৫) ভবারেবেড় গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাসেল মিয়া জানান,এসআই মোঃ রাশেদুজ্জামান সংগীয় ফোর্স সহ সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামে মোছাঃ রেহেনা বেগম (৬৫) এর বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে আসামী রেহেনা বেগম (৬৫) এর নিকট হতে ২০০ (দুইশত) পুরিয়া, কাগজসহ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানান।
কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৫৯