বিনোদন ডেস্ক : কলকাতার প্রযোজনায় তৈরি হতে যাওয়া ‘ভালোবাসার মরসুম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমান যোশি ও অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু শুটিং শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন খায়রুল বাসার, যা নিয়ে বেশ চমকে গেছেন নির্মাতা।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, মাত্র এক দিন আগেই বাসার ছবিতে অভিনয়ের বিষয়ে ই-মেইলে সম্মতি জানান। কিন্তু পরদিন দুপুরে হঠাৎ একটি মেসেজ পাঠিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকতে পারছেন না। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আজ দুপুরে তিনি জানালেন ছবিটা করতে পারবেন না। এরপর থেকেই তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। এখনো জানি না কী হতে যাচ্ছে।’
‘ভালোবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা ও শারমান যোশির পাশাপাশি রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে, দার্জিলিংয়ে টানা ২৩ দিন ধরে চলবে দৃশ্যধারণ। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে দ্বিতীয় ধাপের শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৪