স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিভন্ন মামলার পলাতক আসামী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গত দুইদিনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতে চালান দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান। ওসি(তদন্ত) বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনি ও রোববার উপজেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বোমা হামলা, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী বিশ^াস, নেহালপুর চার নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাত নম্বর ওয়ার্ড সাধারন সম্পাদক আমিনুর রহমান,দূর্বাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি পঙ্কজ রাহা মদন ও মশি^মনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান জানান, আটকের পর তাদেরকে সংশ্লিষ্ট মামলায় রোববার আদালতে চালান দেওয়া হয়।
কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/রাত ৮:২৪