বিনোদন ডেস্ক : এরপর ৮ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য করেন আদালত। এদিকে, চলতি বছরের ২১ মে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
এতে আইনের ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ বাদ পড়ে। গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণি ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ ধারায় এ মামলাটি করেছিলেন। ফলে অধ্যাদেশ অনুযায়ী এই ধারার সকল মামলা খারিজ হওয়ার কথা রয়েছে। পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রেজা জানান, নতুন ধারায় পুনরায় মামলার আবেদনের কথা ভাবছেন তারা।
কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৮