আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩জুন) সকাল ১১,৩০ মিনিটে সারা দেশের ন্যায় জাতীয় ভাবে একযোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্ন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ।
উপজেলার বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংগীত ও পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি শায়লা সাঈদ তন্বী। স্কাউটস এর উপজেলা কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর উপস্থাপনায় অতিথি হিসাবে জেলা কমিশনার শাফিউল ইসলাম, এলটি সহকারী কমিশনার মজিবুর রহমান, আঞ্চলিক উপ-কমিশনার বিনয় কুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সুদিপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মিরজাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।
দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ৩৩টি তাবু করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন স্কাউটস ও গালর্স গাইড এর সদস্য অংশগ্রহন করেন।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:১২