শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় দু সন্তানের জননীকে (৩৮) গনধর্ষণের অভিযোগে ৭ দিন পরে থানায় একটি ধর্ষন মামলা রুজু হয়েছে। মামলা নং ০৩। তারিখ ০৭/০৭/২০২৫। মামলার মুল আসামী সিরাজুল ইসলাম(৪৮)কে সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। বাকী আসামীরা পলাতক রয়েছে। তবে পলাতকদের আটকে পুলিশি অভিযান চলছে বলে জানাগেছে। মামলার বাদী ধর্ষীতার স্বামী ভ্যান চালক ইব্রাহীম খলিল ওরফে মোস্ত।
সূত্রে জানাযায়, গত ১ জুলাই মঙ্গলবার আনু মানিক রাত সাড়ে ৮ টার দিকে শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দু সন্তানের এক জননী গনধর্ষনের শিকার হন। ঘটনার এক দিন বিষয়টি ধামাচাপা ছিল। কারন এ ঘটনার মুল স্বাক্ষী গ্রামের সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি ১ হাজার টাকার বিনিময়ে বিষয়টি গোপন রাখে। এরপর স্বাক্ষী সফিকুল ইসলাম বিষয়টি গ্রামের মাতব্বরদের কানে তুলে দেয়।
এরপর গ্রাম্য মাতব্বররা ধর্ষনের ঘটনার সাথে জড়িত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী(৪৮) আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামায় সিরাজ (৪৮) ধরে নিয়ে গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষনের প্রমান পাওয়ায় তাদেরকে বেদম ভাবে মারপিট করে। এরপর মাতব্বররা অভিযুক্তদের তিন লক্ষ টাকা জরিমানা করে। এরপর আসামীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সূত্রে জানাগেছে, গনধর্ষনের বিষয়টি শার্শা থানা পুলিশ খবর পেয়ে ধর্ষিতাকে শার্শা থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
স্থানীয়রা পুলিশকে জানান, গৃহবধুর স্বামী খুলনায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন খবরে শার্শা থানা পুলিশ খুলনায় অভিযান চালিয়ে ৭ জুলাই ধর্ষিতার স্বামী ইব্রাহমি ওরফে মোস্তকে শার্শা থানায় নিয়ে আসে। এরপর ইব্রাহমি ওরফে মোস্ত তার স্ত্রীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে ও গ্রাম্য মাতব্বর ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেন। এ মলার বাদী জানান, প্রতিবেশী আব্দুল্লাহ প্রায় সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে আমার স্ত্রীকে একা পেয়ে প্রতিবেশি আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ গনধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ভিকটিম গৃহবধূকে থানা হেফাজতে নেওয়া হয়েছিল। তার জিজ্ঞাসাবাদে ঘটনা সত্যতা পাওয়া যায়। এরপর অনেক খোজাখুজি করে ভিকটিমের স্বামীকে খুলনা থেকে ধরে থানায় নিয়ে অপরাধীদের নামে মামলা করা হয়েছে। তিনি বলেন অনেক চেষ্টা করে ধর্ষনের মুল আসামী সিরাজকে সিরাজগঞ্জ থেকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:০৪