শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যেগে এক যুব শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রয়ি কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমির মাওঃ আজিজুর রহমান।
শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ ফারুক হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন যশোর জেলা জামায়াতের আমিন অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী অধ্যঅপক মোঃ রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুব বিভাগের সেক্রেটারী এ্যাড শফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুক। অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ শফিকুল ইসলাম।
কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১২:১৯