এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই আগামী’ আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা সমিতি ঢাকা’র যুগ্ম সম্পাদক ওয়ান ব্যাংকের এফএভিপি গাজী আলাউদ্দিন আহমেদ, আদ্বীন সকিনা হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, চৌগাছার এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, কাটগড়া ডা. সাইফুল ইসলাম কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক আজিজুর রহমান।
বক্তব্য রাখেন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক শামিমুর রহমান, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক শাহিনুর রহমান প্রমুখ। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ২য় হওয়া এবিসিডি কলেজের সাবেক শিক্ষার্থী লিখন আহমেদ এবং ঢাকা বিশ্বিবদ্যালয়ে সি ইউনিটে ১৪৩তম হওয়া চৌগাছা সরকারি কলেজের তানভীর আহমেদ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চৌগাছার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পাশ করা এবং চৌগাছার বিভিন্ন গ্রামের শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন কলেজ থেকে পাশ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন ৫৫ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে আমরাই আগামী সংগঠনের পক্ষ থেকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন আমরাই আগামীর সভাপতি ও খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহাদ আল তামিম, মিহির শাহরিয়ার ও সংগঠনটির সেক্রেটারি সাব্বির হোসেন।
কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১২:০৮