এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দেড় হাজার হতদরিদ্র ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্ত পৌঁছে দিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহার দিন শনিবার (৭ জুন) চৌগাছায় ১১ টি গরু কোরবানি করা হয়। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এবং স্থানীয়দের সমন্বয়ে গঠিত একাধিক সেচ্চাসেবী দল শনিবার উপজেলার বিভিন্ন গ্রামে দুঃস্থদের বাড়িতে এই গোস্ত পৌঁছে দেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার নুরুল ইসলাম, আহসান হাবিব, উপজেলা জামায়াতের আমীর মাওলানা. গোলাম মোরশেদ, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দীন, প্রেসক্লাবচৌগাছার সহ-সভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খানসহ অর্ধ শতাধিক সেচ্ছাসেবক।
সংগঠনের কর্মকর্তারার জানান, ২০০৭ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং দুর্যোগকালীন ত্রাণ ও পূনর্বাসনসহ নানামুখি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাংলদেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের কর্মকর্তারা বলেন, “ঈদের আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষদের মাঝেও পৌঁছে যায় ,এটাই আমাদের প্রধান লক্ষ্য।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /রাত ১:৩৩