বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক উৎসব কান উৎসব শুরু হয়েছে। বরাবরের মতো এবারও আবেদনময়ী লুকে উৎসবে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
এদিন কোমরে ফ্লেয়ার দেয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিয়েছে গাউনটি। ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার দশা। মাথায় মুকুট যেন উর্বশীর রূপ আরও খানিকটা ঠিকরে বের হচ্ছিল।
উৎসবের রেডকার্পেটে উর্বশীর হাতে ছিল একটি টিয়া, যা সবার নজর কাড়ে। তবে এটি জীবন্ত টিয়া নয়। ক্রিস্টালের তৈরি। এর দামও চোখ কপালে ওঠার মতো। এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখের বেশি।
লোকে বলে, ফ্যাশনের শহর ফ্রান্স। সেখানে গিয়ে মানুষ নিজেকে একটু অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করে। তবে উর্বশীর এই প্রচেষ্টা বৃথা গেল বলেই মনে হয়। কারণ তার এই সাজ সজ্জা মানুষের মনে ধরেনি। উল্টো হয়েছেন কটাক্ষের শিকার।
উর্বশীর এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা। অনেকে বলছেন- এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রুপ করেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে।’
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩