শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

সৌদি আরবে আরও দক্ষকর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা তিনি এ আহ্বান জানান।

সোমবার (৫ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপদেষ্টা ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি ওয়ার্ক ভিসা দেওয়ার আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না তা যাচাই করা, সৌদি আরবে আগমনের আগে অনলাইনে নিয়োগ চুক্তি সই, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।

তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণকেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্যও অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতে পারেন।

উপদেষ্টা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।  তিনি সৌদি মন্ত্রণালমের বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন। তিনি নারী গৃহকর্মীদের সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশ্বস্ত করেন যে, নারী গৃহকর্মীরা সৌদি ভিসা পাওয়ার আগেই এক মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং ভিসা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের সৌদি আরবে পাঠানো হবে।  

সৌদি শ্রমবিষয়ক ভাইস মিনিস্টার বাংলাদেশের এ সিদ্ধান্তকে স্বাগত জানান। উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জানান। এ ছাড়া সর্বশেষ ফরেন অফিস কনসালটেশনের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে অবৈধ শ্রমিক সমস্যা সমাধান এবং কর্মী নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে ইতোমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।  ওই টাস্কফোর্স এবং ওয়ার্কিং টিম আলাপ আলোচনার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

তিনি এ বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইন বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে তার আগের সাক্ষাতের কথা স্মরণ করেন এবং পূর্ববর্তী বৈঠকে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হওয়ায় সৌদি ভাইস মিনিস্টারকে ধন্যবাদ জানান। 
উপদেষ্টা ড. আসিফ নজরুল রোববার (৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন।  

তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা ও অনাগ্রহকে এবং তা আইন বাস্তবায়নে দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভুঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের কল-কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে উৎপাদন ব্যয় বাড়লেও উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য না পাওয়ায় শ্রমিকদের জীবনমান উন্নত হচ্ছে না। তিনি বিশ্বব্যাপী অনিবন্ধিত ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য আইএলওসহ আন্তর্জাতিক সংস্থা ও উন্নত বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।  

তিনি টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আসিফ নজরুল ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশিকে সৌদি আরবের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম যৌথ কমিশন এবং পঞ্চম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে অবহিত করেন এবং তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।  উপদেষ্টা আসিফ নজরুল সৌদি ভাইস মিনিস্টারকে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলন আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।এ ছাড়াজর্ডানের শ্রম মন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সঙ্গে আরেকটি সাইডলাইন বৈঠকে জর্ডানে নারী কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণখাতে আরও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নিতে উভয়পক্ষ সম্মত হন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে আরেকটি বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতীম দেশের শ্রম সহযোগিতা বাড়াতে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit