স্পোর্টস ডেস্ক : লন্ডন থেকে মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে বিদায় করে শিরোপার বড় দাবিদার হয়ে উঠেছিল আর্সেনাল। মিকেল আর্তেতার তত্ত্বাবধানে ইউসিএলে দারুণ সময় কাটাচ্ছিল গানাররা। তবে ঘরের মাটিতে মুদ্রার উল্টো পিঠও দেখা হয়ে গেল ইংলিশ জায়ান্টদের। প্যারিস সেইন্ট জার্মেই’র বিপক্ষে আর্সেনাল ধাক্কাটা খায় ম্যাচের শুরুতে। মিকেল আর্তেতা বাহিনীকে বোকা বানাতে যে দারুণ পরিকল্পনা সাজিয়ে এসেছেন লুই এনরিকে তা বুঝাই যাচ্ছিল। ৬০ হাজার দর্শকের সামনে দাপট দেখাল প্যারিসিয়ানরা। তবে এখনি হাল ছাড়তে নারাজ গানার কোচ। প্যারিসে করে দেখাতে চান বিশেষ কিছু।
আর্তেতা বলেন, ‘আপনি যখন শুরুতেই গোল হজম করবেন এবং তা শোধ করতে পারবেন না তখন আপনাকে অনেক কিছুই উন্নতি করতে হবে। এই ম্যাচে বেশ কিছু ধাপ ছিল। প্রথম ১৫ থেকে ২০ মিনিট আমরা ধুকছিলাম। ধীরে ধীরে উন্নতি করেছি। কোন ম্যাচের শুরুতে গোল করতে পারা সহজ বিষয় না। তাদের দারুণ কম্বিনিশন ছিল। তবে বাকি সময়টা আমরা কামব্যাক করতে পেরেছিলাম। হ্যাঁ, আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততে চান, তাহলে আপনাকে বিশেষ কিছু করতে হবে। আমরা সেই আশায় আছি। প্যারিসে বিশেষ কিছু করেই ফাইনালে জায়গা করে নিতে চাই আমরা। এবং আর্সেনালের সেই সক্ষমতা আছে বলেও মনে করি।’
লুইস এনরিকে ম্যাজিক ম্যান। তার ছোঁয়ায় আগেই লিগ শিরোপা জিতেছে পিএসজি। এই দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে কী-না করেছে। মেসি-নেইমার-এমবাপ্পের মতো সুপারস্টারে ঠাঁসা দল  নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের দেখা পায়নি প্যারিসিয়ানরা।  দলের দায়িত্ব নেয়ার পর থেকে ভিন্ন এক মাত্রা যোগ করেছেন এনরিকে। যে ধারায় এগিয়ে যাচ্ছে দল। তার মতে আর্সেনালের মাঠে জয়টাও এসেছে দলগত সাফল্যে, ‘আমাদের ১৪-১৫ জন ফুটবলার ছিল।
 যারা মাঠে খেলেছে। তাদের সবাইকে আমি কৃতিত্ব দিতে চাই। লন্ডন থেকে এমন ফলাফল নিয়ে যেতে হলে সবাই নিজেদের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তা সম্ভব হতো না। তাই সাফল্যের কৃতিত্ব গোটা দলের। যখন প্রতিপক্ষের মাটিতে খেলতে যাবেন এবং তাদের সেট পিসে দারুণ দক্ষতা আছে। তাদের বিপক্ষে ভালো গোলরক্ষক থাকা লাগবে। দোন্নারুমা আমাদের সেই কাজটা করে দিয়েছে। আলাদাভাবে বলতে তাই ডিফেন্স, ফরোয়ার্ড, প্রতিটি বিভাগেই দারুণ নৈপুন্য ছিল ফুটবলারদের।’
সাফল্যের এই ধারা ঘরের মাটিতেও ধরে রাখার লক্ষ্য পিএসজির বলেও জানান তিনি।
 
 
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩