ডেস্ক নিউজ : দেশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় সৈয়দপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সৈয়দপুর ছাড়া ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল বাতাস অব্যাহত রয়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ। বুধবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সূর্যের দেখা মিললেও তাপ ছিল না তেমন একটা।
শহরের আতাউর রহমান নামের এক অটোরিকশা চালক জানান, এই কনকনে শীতে অটোরিকশা নিয়ে বের হওয়া মুশকিল হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডায় হাত পা অবশ হয়ে যাচ্ছে। শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন পিঠা বিক্রেতা মরিয়ম নেছা বলেন, সংসারে ৬ সদস্য। তাদের পেট ভরাতেই প্রচণ্ড ঠান্ডার মাঝেও পিঠা বিক্রি করতে হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন বুধবার সকাল ৮টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩০