 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর বা রোহিত শেট্টিকেও ছাড়িয়ে গেছেন এসএস রাজামৌলি। এই তেলুগু চলচ্চিত্র নির্মাতা ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক। তিনি প্রতি ছবরি জন্য পারিশ্রমিক নেন ২০০ কোটি টাকা।
ব্যবসায়ী সূত্র জানায়, এর মধ্যে তার অগ্রিম পারিশ্রমিক, লাভের ভাগ এবং স্বত্ব বিক্রির বোনাসও অন্তর্ভুক্ত থাকে। একটা ছবি যত বেশি আয় করবে, তার ভাগ তত বেশি হতে পারে। রাজামৌলি তার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জন্যও এই পরিমাণ পারিশ্রমিক অর্জন নিয়েছিলেন।
২০০ কোটি টাকার পারিশ্রমিক রাজামৌলিকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক। তিনি আয়ের দিক থেকে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন। শাহরুখ-সালমান প্রতি ছবির জন্য ১৫০-১৮০ কোটি টাকা আয় করেন।
অন্যদিকে, রাজকুমার হিরানি নেন ৮০ কোটি। সুকুমার, সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ এবং সিদ্ধার্থ আনন্দ প্রতি ছবির জন্য ৪০ কোটি টাকা নেন।
করণ জোহর এবং রোহিত শেট্টির মতো নির্মাতারা সাধারণত তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করেন, ফলে তারা আর আলাদা করে কোনও পারিশ্রমিক নেন না। ছবির লভ্যাংশটাই তারা পান।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৪