 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজি : এবারের হজে যেতে আগ্রহীদের জন্য এখনো মক্কা ও মদিনায় ২০টি এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি। ফলে হজের সময় সমস্যায় পড়তে পারেন বাড়িভাড়ার কাজ শেষ না হওয়ায় ১৩৫৮ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় আজ সোমবারের মধ্যে জড়িত ২০ এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ না করতে পারলে লাইসেন্স বাতিল করা হতে পারে সতর্ক করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার বৈঠক করে, চিঠি দিয়ে, মোবাইলে মেসেজ দেওয়ার পরও ২০টি লিড এজেন্সি মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়া সম্পন্ন করেনি। এর ফলে উক্ত এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লেখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রী হজে যেতে না পারলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সংশ্লিষ্টরা সোমবার রাত আটটার মধ্যে বাড়িভাড়াসহ যাবতীয় কাজ শেষ করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিলসহ এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪৪