স্পোর্টস ডেস্ক : আইপিএলের কোড অব কন্ডাক্ট ভাঙার কারণে ১২ লাখ রুপি জরিমানা হয়েছে প্যাটেলের। কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, এক মৌসুমে প্রথমবার কোনো দল স্লো ওভাররেটের দায়ে অভিযুক্ত হলে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হবে। চলতি আসরে আগের মত শুরুতেই ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম নেই।
এর আগেও চলতি আসরে একই অপরাধে জরিমানা গুণেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রায়ান পরাগ ও সঞ্জু স্যামসন। এদিকে ম্যাচ হেরে শীর্ষস্থান হারিয়েছে দিল্লি। ৫ ম্যাচে ৪ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয়ের ফলে ৪ পয়েন্ট তুলে টেবিলের ৭ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
 
 
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০