বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন তালিকায় ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাজারী। আসন্ন সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়ন চাইবেন।
তবে নাসির উদ্দিন হাজারী জানিয়েছেন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে যেই প্রার্থী মনোনীত হোক না কেন তিনি তাঁর পক্ষে কাজ করবেন। একইসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদেরকেও সেটা মেনে নিয়ে কাজ করার অনুরোধ করেন। শনিবার বিকেলে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয় গ্রামের ঈদগাহ কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির হাজারী সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ( নাসিরনগর) এস এম শাফি মাহমুদ, জেলা তাঁতী দলের সভাপতি ইকবাল আহমেদ, আখাউড়া উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক বকুল, মো.লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন হাজারী। অনুষ্ঠানে নাসির উদ্দিন হাজারী আরো বলেন, ‘আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জিয়ার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে। অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।
কিন্তু আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ হয়েছেন।’ আখাউড়া কসবা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন হাজারী চলতি বছরের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তী সরকারের নিকট দাবি জানান। তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।’
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/রাত ৮:৫৪