এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এ দিবসটি উপলক্ষে অধিকার সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনাসভা করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভা সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
বক্তৃতা করেন উপজেলা মৎস কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, স্থানীয় এনজিও আশরাফ ফান্ডেসনের পরিচালক এম রাসেল আশরাফ, রুপান্তর এনজিওর পরিচালক উজ্জল কুমার, নারী সমাজ কর্মী রাফেজা খানম ও কাজল রেখা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বিধবা শারমিন খাতুনকে একটি সেলাইমেসিন উপহার দেন।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:২২