অ্যালামনাইদের উদ্যোগে শাবির নৃবিজ্ঞান বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
Reporter Name
Update Time :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
৪৪
Time View
ডেস্ক নিউজ : শনিবার (২২ ফেব্রুয়ারি) বিভাগটির সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।সফ্ট স্কিল, সরকারি চাকরি ও ব্যাংক জব, ডেভেলপমেন্ট সেক্টর, উচ্চশিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়ার বিষয়ে তিনটি সেশনে এ কর্মশালা সম্পন্ন হয়।
সেশনগুলো বিভাগের পঞ্চম ব্যাচের শাহজাহান মিয়া, সপ্তম ব্যাচের মো. মনিরুল ইসলাম কল্লোল ও বিশ্বজিৎ চক্রবর্তী, অষ্টম ব্যাচের রাজিব মামুন, নবম ব্যাচের শরিফুল আলম ভূইয়া, মোশারফ হোসেন পলাশ ও মিঠুন চৌধুরী, তের ব্যাচের সুলতান মাহমুদ তান্না, আঠার ব্যাচের চাঁদ মিয়া, উনিশ ব্যাচের সুদিপ্ত দাস গুপ্ত পরিচালনা করেন।
ক্যারিয়ার নিয়ে বর্তমান শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ দিতে কর্মশালার আয়োজন করেন সাবেকরা।
সেশনগুলোতে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, প্রভাষক ফারিয়া বিনতে আরিফ প্রমুখ।
কর্মশালার আহ্বায়ক হিসেবে নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মুরশিদ হাসান স্বপন ও সদস্য সচিব হিসেবে সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মো. আশরাফুল হক দায়িত্ব পালন করেন।
বিভাগের সেমিনার লাইব্রেরির লিপি-জেবিন কর্নারের জন্য বই তুলে দেন নবম ব্যাচের শিক্ষার্থীরা।
কর্মশালা শেষে বিভাগীয় প্রধানের হাতে বিভাগের সেমিনার লাইব্রেরির ‘লিপি-জেবিন কর্নার’-এর জন্য বই তুলে দেন নবম ব্যাচের শিক্ষার্থীরা।