বিনোদন ডেস্ক : আয়োজকরা জানান, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। আসিফ আকবর জানান, কনসার্টে তিনি তার জনপ্রিয় সব গান পরিবেশন করবেন। সরাসরি প্রবাসীদের সাথে সময় কাটাতে মুখিয়ে আছেন তিনি। তার পারফরম্যান্স নিয়ে দর্শকদের একটি চমৎকার কনসার্ট উপহার দিতে চান।
ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ কনসার্ট। ২৩ ফেব্রুয়ারি, রোববার, লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি-তে অনুষ্ঠিত হবে এই জমকালো সঙ্গীত আয়োজন। বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছে আসিফ আকবর মানেই এক অন্যরকম উন্মাদনা। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি শ্রোতা। বিশেষ করে প্রবাসী বাঙালিদের জন্য এক আবেগঘন মুহূর্ত হতে চলেছে। কারণ দীর্ঘ বিরতির পর আবারো তিনি লন্ডনের মঞ্চে গান গাইবেন।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের জন্য স্টল বুকিং ও টিকিটের ব্যবস্থা চলছে। আগ্রহী দর্শকদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ আসন সংখ্যা সীমিত। এদিকে আসিফ আকবর তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তার আই অন টিভির (লন্ডন) সাথে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। আমাদের দলটি ২৩ ফেব্রুয়ারি রয়্যাল রিজেন্সি হলে কনসার্টের জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘যারা অগ্রীম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি, কনসার্ট হচ্ছে। আর কোন অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটার জন্য আমরা উভয়পক্ষ দুঃখিত।’
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:২২