এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ব্যতিক্রমী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলার নারায়নপুর ইউনিয়নের উদ্যাগে কাঁদবিলা হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর স¤পাদক শফিকুল ইসলাম শফিক।প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষকৃদলের কেন্দ্রীয় যুগ্ম-স¤পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক মফিজুর রহমান লিটন, খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ওসমান আলী বিশ্বাস, কেন্দ্রীয় কুঠির শিল্প বিষয়ক স¤পাদক আবদুল্লাহ আল নাঈম, যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিকদার সালাউদ্দিন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিএনপির সাধারণ স¤পাদক দবির উদ্দীন প্রমুখ।এছাড়া যশোর জেলা চৌগাছা ও মহেশপুর উপজেলার কৃষকদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এ সমাবেশকে ঘিরে ঢল নামে হাজারও কিষান-কিষানি ও জনতার। গ্রাম- বাংলার সেই চিরাচরিত সাজে সমাবেসে হাজির হন কৃষাণ-কৃষাণিরা। কেউ গ্রামের মেঠোপথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি নিয়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল (টোকা), কাঁচি নিয়ে যোগ দেন সমাবেশে।সমাবেশে বিগত সরকারের সময়ে নির্যাতিত কৃষক শুকুর আলী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, মিথ্যা স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ কৃষকদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল। সে স্বপ্ন ছিল মিথ্যা।প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পতিত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে কৃষকের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তারা কৃষককে মনে রাখেননি।গায়ে গতরে খেটেও কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি। মোটাতাজা হয়েছে শুধু আওয়ামীলীগের নেতা-কর্মীরা। তিনি আরও বলেন, জনগনের ভোট চুরি করে ক্ষমতায় গেলেও শেষ রক্ষা করতে পারিনি হাসিনা সরকার। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনরোষে শেষ পর্যন্ত পাশের দেশে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে হয়েছে তাদের।
দেশে একমাত্র বিএনপি কৃষকদের নিয়ে ভাবে। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হবে, যাতে সারা বছরই কৃষকদের মুখে হাসি থাকে। তিনি ৩২ নম্বর বাড়ি অভিশপ্ত বাড়ি বলে অভিহিত করেন। নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক ইউপি সদস্য আবু সালাম বলেন, পতিত আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা নাশকতা মামলায় বিএনপি ও এ অঙ্গসংগঠনের কর্মীরা মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।
কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১১