বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

আটোয়ারীতে ইদানিং অপরাধ প্রবনতা বাড়ছে ! প্রতিরোধ করবে কে ?

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ইদানিং বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা বাড়ছে ! প্রতিরোধ করবে কে ? এমন প্রশ্ন দেখা দিয়েছে ভুক্তভোগী সহ সাধারণ মানুষের মাঝে। ইদানিং চুরি, ছিনতাই, খুন, চাঁদাবাজি সহ আইন-শৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার ( ১৭ জানুয়ারি) উপজেলার মির্জাপুর বাজারের মীম ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান হতে প্রায় ৫টি কোম্পনীর কীটনাশকের প্রায় ২০০ কার্টুন কীটনাশক গভীর রাতে চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

মীম ট্রেডার্সের সত্বাধিকারী মোঃ সামসুদ্দীন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বাড়ীতে যান এবং পরের দিন শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য এসে দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের তালা নেই ও সাঁটার খোলা। এলাকার লোকজনকে ডেকে এনে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢোকে দেখেন, রাসায়নিক সারের বস্তা থাকলেও প্রায় ২০০ কার্টুন কীটনাশক চুরি হয়ে গেছে।

যার আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া (ঢাডিয়া ভিটা) গ্রামের কুড়ান চন্দ্র পালের বাড়ীতে চেতনা নাশক প্রয়োগ করে বাড়ীর সদস্যদের অচেতন করে দিয়ে চুরি সংঘটিত হয়। এতে কুড়ান চন্দ্র পালের পুত্র মহেশ চন্দ্র পালের ১টি ম্যাজিক চুলা, ২টি বিদেশী কম্বল, উমেশ চন্দ্র পালের ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি বিদেশী কম্বল, ১টি ম্যাজিক চুলা, নগদ ২৫ হাজার টাকা, এবং কুড়ান পালের পুত্র ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) রামানন্দ পালের কাপড়চোপর সহ কুড়ানু পালের ১টি ম্যাজিক চুলা চুরি হয়।

গত ১৪ জানুয়ারি কিসমত রেল ঘুমটি এলাকায় ছুরিকাঘাতে এক অজ্ঞাত নারীকে হত্যা করে রেল লাইনের উপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে চলন্ত ট্রেন লাশের উপর দিয়ে গেলে লাশের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়। সম্প্রতি আটোয়ারী হাসপাতাল সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমানের বাসায় চেতনা নাশক প্রয়োগ করে তাকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছিল। হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী রফিকুল ইসলামের জানালার গ্রিল কেটে স্বর্নালঙ্কার সহ প্রায় নগদ অর্থ চুরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকা হতে বেশ কিছু বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

জেলা পরিষদের সাবেক সদস্য মাজেদুর রহমান বকুল এর খামার হতে গরু চুরি, বলরামপুর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় গরু চুরি, হাস্কিং মিলের মটর, পানির পাম্প, টিউবওয়েলের হেড, রাস্তায় মোবাইল ছিনতাই, উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল, বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন জায়গা হতে মটরসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। ইতিপূর্বে উপজেলায় বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছিল। মামলাও হয়েছিল।মামলা কি অবস্থায় আছে ।

আদালতে বিচারের রায় হয়েছে কি না এলাকাবাসী আদৌ জানতে পারেনি। অপরদিকে অনেকেই মন্তব্য করছেন, এলাকায় কৌশলে নীরবে-নিভৃত্বে চলছে চাঁদাবাজি। অনেকেই বলছেন, মাদক নিয়ন্ত্রণ করতে পারলে অপরাধ নিয়ন্ত্রনে আসবে। মদকাসক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন বয়সী মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকাসক্তি এমন এক আসক্তি, যার কারণে অনেক অপরাধের সঙ্গে জড়িযে পড়ে মাদকাসক্তরা।

চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি,চাঁদাবাজি ,ধর্ষণ, খুন কোন কিছুতেই তারা পিছপা হয় না। এলাকার সচেতন মহল বলছেন, আটোয়ারীতে ইদানিং অপরাধ প্রবনতা বাড়ছে ! প্রতিরোধ করবে কে ? এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, শুনেছি, দুস্কৃতিকারীরা টিউবওয়েলে চেতনানাশক দিচ্ছে। আর ওই টিউবওয়েলের পানি পান করে পরিবারের লোকজন অচেতন হলে দুস্কৃতিকারীরা সুযোগমত চুরি করে নিয়ে যাচ্ছে। তবে টিউবওয়েলের পানি পানে সবাইকে সতর্ক থাকতে হবে।

টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় অবশ্যই কয়েকবার পানি চাপে ফেলে দিতে হবে। তারপর পানি গ্রহণ করতে হবে। সকল প্রকার অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমার অপরাধীদের ধরে আইনের আওতায় নিতে সর্বদাই প্রস্তুত। পুলিশ যখন কোন অপরাধীকে আটক করে, তখন এলাকার প্রভাবশালী,ক্ষমতাবান ও সুশীল সমাজের ব্যক্তিরা তদবীর শুরু করেন। তখন সেই অপরাধী সমাজের গুনীজন হয়ে যায়।

পুলিশ তদবীরের কাছে বেকায়দায় পড়েন। তারপরে থানায় পুলিশের সংখ্যা সীমিত। এই সীমিত পুলিশ দিয়ে ৬টি ইউনিয়নকে সামলাতে হচ্ছে। এলাকার সুশীল সমাজ আইন-শৃঙ্খলা বাহিনীকে আন্তরিকতার সাথে সহযোগিতা করলে নিশ্চয়ই অপরাধ দমন করা সম্ভব। অনেকেই বলেছেন, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে পারলে অপরাধ প্রবনতা কমে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit