শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নাভারন দারুল আমান ট্রাস্টে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়্। এ সম্মেলনে শার্শা উপজেলার নব নির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, যশোর জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আবু জাফর,সহকারী সেক্রেটারী মাওঃ রেজাউল করিম, মাওঃ শিহাব উদ্দিন প্রমুখ। রুকন সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল শার্শা উপজেলার নব নির্বাচিত আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসানের শপথ বাক্য পাঠ করান। ্এ সময় শার্শা উপজেলার পুরুষ ও মহিলা সদস্যদের নির্বাচন গ্রহন করেন।
রুকন সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০২৪ সালের জুলাই আগষ্টে যারা শহিদ হয়েছেন,তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, দূর্নীতিবাজ,টেন্ডারবাজ, চাঁদাবাজমুক্ত বাংলাদেম।
এজন্য জামায়াতে ইসলামী দলের সকল জনশক্তিকে তাদের শততা, নিষ্ঠা,আন্তরিকতার মাধ্যমে সাধারন মানুষের পাশে থাকার আহবান জানান। প্রধান অতিথি আরও বলেন আগামী দিনে কোন অবস্থাতেই ভারত বাংলাদেশকে তাদের পুতুল হিসেবে নাচাতে পারবে না। এজন্য তিনি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০