এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের ইসলামীর রুকনদের ভোটে নির্বাচিত আমির মাওলানা গোলাম মোরশেদ শপথ গ্রহণ করেছেন।শপথ উপলক্ষে (৭ ডিসেম্বর) শনিবার চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত আমির মাওলানা গোলাম মোরশেদকে শপথ বাক্য পাঠ করান যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। নবনির্বাতিচ উপজেলা আমির ২০২৫-২৬ সেশনের দায়িত্ব পালন করবেন।
শপথ অনুষ্ঠান শেষে উপজেলা জামায়াতের শুরা সদস্য (পরামর্শক কমিটি) নির্বাচনের জন্য রুকনদের ভোট গ্রহণ করা হয়। উপজেলায় প্রায় দেড়শতাধিক রোকন তাদের ভোটাধিকার প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলটির চৌগাছা-ঝিকরগাছা আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আরশাদুল আলম, যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও.আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুসসহ জেলা ও উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত আমির মাওলানা গোলাম মোরশেদ শপথ গ্রহণ শেষে দায়িত্বভার গ্রহণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য উপজেলার সকল দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০