আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য শান্তি চুক্তির ২৭তম দিবসটি রাঙামাটিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি নিরাপত্তাবাহিনীও নানান আয়োজনে পালন করেছে।২রা ডিসেম্বর সোমবার ২৭ তম শান্তিচুক্তি সাক্ষর দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন কর্মসূচী পালন করেছে রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিণা ১২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।দিবসটি পালনে ছোট হরিণার অধীন পাহাড়ি গ্রামগুলোর হতদরিদ্র ৩৮ জন বাছাইকরা রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষুধ সামগ্রী বিতরণ করেছে।
এসময় ক্যাম্পেইনে আগত গ্রামবাসীদের আপ্যায়নের পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন বিজিবি’র কর্মকর্তাগণ।সীমান্তে দেশের অখন্ডতা রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারনের সার্বিক জীবনমানোন্নয়নে বিজিবি কর্তৃপক্ষের সামাজিক কর্মকান্ড পরিচালনা কার্যক্রম আরো জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৪১