স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট র্যাংকিংয়ে ফের শীর্ষে জসপ্রিত বুমরাহ। আইসিসি টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন ভারতের এই অভিজ্ঞ পেসার।
বুধবার আইসিসির প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের হালনাগাদে দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে এখন সবার উপরে বুমরাহ। তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার জশ হেজেলউডকে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে জয়সওয়ালেরও উন্নতি দুই ধাপ। ভারতের বাঁহাতি ওপেনার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে। তালিকায় আগের মতোই সবার উপরে ইংল্যান্ডের জো রুট।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয়ভাগে ৩ উইকেট শিকার করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ।
এ পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে চূড়ায় ফিরলেন বুমরাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠেন বুমরাহ। পরে অবশ্য জায়গা হারিয়ে ফেলেন। ১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি করা বিরাট কোহলি ৯ ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে। ৮৯ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ উন্নতি করে আছেন ১০ নম্বরে।
দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করে ১৩ ধাপ উন্নতি করেছেন লোকেশ রাহুল, আছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ব্যর্থ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ দুই ধাপ পিছিয়ে এখন সপ্তম স্থানে। টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫০