আন্তর্জাতিক ডেস্ক : ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার। নিহত ওই চার মিডিয়া অফিসারের নাম উল্লেখ করে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘মুসা হায়দার, মাহমুদ আল-শারকাউই, হিলাল টারমোস এবং হুসেইন রমাদানের মিডিয়া ফিল্ডে সাহসিকতা ইহুদিবাদী সন্ত্রাসবাদের সত্যতা প্রতিটি বাড়িতে পৌঁছে দিত।’
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:১৫