মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জাতীয়তবাদী শ্রমিক দল জয়পুরহাট জেলার শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের নতুন হাটে এ কর্মী সভার উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন।জাতীয়তবাদী শ্রমিক দল জয়পুরহাট জেলার শাখার সভাপতি বাবুল করিমের সভাপতিত্বে সমাবাশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় বিশিষে অতিথি হিসাবে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূঁইয়া, জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায় মাসুদ রানা প্রধান ও জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন জাতীয়তবাদী শ্রমিক দলের সুনাম ও শান্তি শৃংখলা বজায় রাখতে দলের অভ্যান্তরের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪