খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ৩ নভেম্বর রাত ১০টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার পার্শ্ববর্তী সড়ক দিয়ে শেখ রাসেল সেনানীবাসের দিকে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এসকান্দার মাদবরের ছেলে ছায়েম। কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
পদ্মা দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পদ্মা দক্ষিণ থানা ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা দক্ষিণ থানা এলাকার টোলপ্লাজার পাশ্ববর্তী শেখ রাসেল সেনানিবাস সড়কে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। সেই সময় মোটরসাইকেলে চালক ও আরোহীসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন নিহত হয়। অপর আরোহী সায়েম মাদবরকে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ময়না তদন্ত ছাড়াই নিহতদের দাফনের আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০