মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ এইচভিপি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
এসময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।মাসব্যাপী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্রে ও টিকাদান কেন্দ্রেগুলোতে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী ৩৯ হাজার ৩৮ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচভিপি টিকা প্রদান করা হবে।
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৩