মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোপা আমন ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বম্বু ইউনিয়নের কমড়গ্রাম মাঠে আজ এ রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।
এসময় বিশেষ অতিথি হিসাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মজিবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন অর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামন, কামরান হোসেন, ইমতিয়াজ সাকিব, ইনছান আলী ও পরিসংখ্যান সহকারী রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সদর কৃষি অফিস সূত্রে জানাযায়, কৃষি অফিসের পরামর্শে ফসল উৎপাদন করে কর্তনের মধ্যদিয়ে এবছর সদর উপজেলার বম্বু ইউনিয়নের কমড়গ্রামের কৃষক আব্দুর রহমানের এক বিঘা জমিতে ব্রি ধান- ৭৫ জাতের ১৭ মন ও কৃষক জাহিদুল ইসলামের এক বিঘা জমিতে বীনা- ১৭ জাতের ১৬ মন আমন ধান উৎপাদন হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫০