বিনোদন ডেস্ক : মেয়ে আরাধ্য বচ্চন ও মা বৃন্দা রায়কে নিয়ে মুম্বাইয়ের এক পূজা মণ্ডপে গিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সেখানে বিপাকে পড়েন তারা। ওইসময় তাদের সঙ্গে ছিলেন না অভিষেক বচ্চন।
ঐশ্বরিয়ার পুরানো একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘প্রায়ই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তা তর্কে রূপ নিত অভিষেকের সঙ্গে। আমাদের আলোচনায় দুজনেরই মতামত খুব জোরালো থাকে। তবে তর্ক করা ও আলোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা আমরা ক্রমেই শিখছি।’সম্পর্কের জটিলতায় ঐশ্বরিয়া তার মেয়েকে নিয়ে দীর্ঘদিন বচ্চন পরিবারে থাকেন না। মা মেয়েকে নিয়ে এক সঙ্গে থাকেন অভিনেত্রী।
সম্প্রতি মা আর মেয়েকে নিয়ে মন্দিরে গিয়ে প্রায় হাজার হাজার লোকের মধ্যে পড়ে যান তারা। গাড়ি পর্যন্ত পৌঁছাতেই ক্লান্ত হয়ে যান তারা। বাইরে কোনও মতে পৌঁছতেই মেয়ে আরাধ্যকে বলেন, এখনই দৌড়ে গাড়িতে উঠে পড়। মাকে নিয়ে কোনও মতে গাড়িতে উঠে স্বস্তি পান এ নায়িকা। ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া ও অভিষেক। বলিউডে এ জুটি পাওয়ার কাপল হিসেবে পরিচিত। তবে এ জুটির ভাঙনের গুঞ্জন অনেক ভক্তই মেনে নিতে পারেন না।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:২৫