স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ কলম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বাধা দিয়েছে। খেলা বিল্মবিত হওয়ায় নির্ধারিত ওভার থেকে কমিয়া ম্যাচটি আনা হয় ২০ ওভারে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
এদিন টস জিতে শুরুতে সফরকারী বাংলাদেশ ফিল্ডিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৩০ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট পার্টনারশিপে ভর করে রানের চাকা সচল রাখে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট হাতে ধাক্কা খায় বাংলাদেশও, ওপেনার শামীমা রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে মুর্শিদা ও দিলারার ব্যাটে ভর করেই জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। তারা আউট হওয়ার পর জ্যোতি ও রিতুমনির দারুণ ব্যাটিংয়ের সুবাদে বেশ সাবলীল ভঙ্গিতেই লক্ষ্য টপকে যায় সফরকারীরা।
শ্রীলংকাঃ ১১৩/৫ (২০ ওভার); সন্দীপানি ৩৬, শেহানি ২৫*; ফাহিমা ২-১০, রাবেয়া ২-১৮
বাংলাদেশঃ ১১৭/৩ (১৮ ওভার); দিলারা ৪৭, মুর্শিদা ৩০; বিমুক্তি ১-২০, মদুশানি ১-৩১
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩