বিনোদন ডেস্ক : শনিবার (২৪ আগস্ট) হায়দরাবাদের বিপর্যয় মোকাবেলা ও অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন অথরিটি (হাইড্রা) এসে ভেঙে দিল নাগার্জুনের সাধের কনভেনশন সেন্টার।
এন-কনভেনশন সেন্টার, যা অভিনেতা নাগার্জুনের তৈরি। বিষয়টি নিয়ে জানা গেছে, বেআইনি নির্মাণের অভিযোগেই এই কনভেনশন সেন্টার ভেঙে দেয়া হয়। ১০ একর জমির উপরে তৈরি কনভেনশন সেন্টারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের নজরে ছিল।
জানা গেছে, হায়দরাবাদের মাধাপুর এলাকার থাম্মিদিকুন্টা লেকের বাফার জোনে অবস্থিত এই এন-কনভেনশন সেন্টার। ২৯.২৪ একর জুড়ে অবস্থিত ওই খালের আশেপাশের ১.১২ একর জমি এবং বাফার জোনের মধ্যে অতিরিক্ত ২ একর জমি অধিগ্রহণ করে নাগার্জুন এই কনভেনশন সেন্টার তৈরি করেছিল।
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনসহ একাধিক কর্তৃপক্ষ জমি দখলের অভিযোগ এনেছে নাগার্জুনের বিরুদ্ধে। অভিযোগ, নাগার্জুন তার প্রভাব খাটিয়েই যাবতীয় কাগজপত্র বের করিয়েছিলেন এবং জমি দখল করে কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন।
এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নাগার্জুনের। নাগার্জুনের প্রথম চলচ্চিত্র ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিক্রম’। এটি হিন্দি ‘হিরো’ ছবির তেলেগু পুনর্নির্মাণ। এই ছবি দিয়ে তিনি তরুণ হৃদয়ে জায়গা করে নেন। তিনি বিখ্যাত অভিনেতা আক্কিনেনি নাগেস্বরা রাওয়ের ছেলে, যিনি ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪