বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে কাউতলী মোড় পর্যন্ত প্রায় ১০কিলোমিটার এলাকার যেসব অংশে ভাঙা সেগুলো মেরামত কাজ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের উদ্যোগে ওই অংশটুকু মেরামত করা হচ্ছে। সকালে মেডিকেল কলেজের সামনে মেরামত কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
এ সময় জানানো হয়, ইট ও ভাঙা সুড়কি দিয়ে আপাতত সড়কের গর্ত ভরাট করে সমান করা হচ্ছে। হাসপাতালের সামনে, গ্যাস ফিল্ড এলাকা, বাইপাস মোড়সহ অন্যান্য বেশি ভেঙে যাওয়া অংশে এ মেরামত কাজ চলবে। মেডিকেল কলেজ ও নাসিং কলেজের শিক্ষার্থীরা এ কাজে সহায়তা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে ফোর লেনে রূপান্তরিত করার কাজ চলমান। কিন্তু বিকল্প কোনো সড়ক করা হয়নি। পুরোনো যে সড়ক আছে সেটি ভেঙে বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই এতে দুর্ঘটনা ঘটে। যানবাহন বিকল হয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের ভোগান্তি চরমে। বিশেষ করে বৃষ্টি হলে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়ে।
কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৩৬