স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের বেগারীতলায় রোববার বিকেলে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ভোজগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাত্তার দফাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, খান শফিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কওসার আলী, শফিউল ইসলাম, কামরুজ্জামান বাবু, আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে বেগারীতলায় মিছিল বের করা হয়।
প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতি নিয়ে কেউ যেন বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৮