এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল সাবরিনা ইয়াসমিন (১০) নামের এক শিশু শিক্ষার্থী।নিহত শিশু যশোরের চৌগাছা উপজেলার শহরের থানা পাড়া এলাকার মৃত আব্দুল হান্নানের মেয়ে। সে শহরের আদর্শ এডাশ প্রিক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে ঝিনাইদাহ শহরে তার খালা বাড়ির চার তলা থেকে পড়ে শিশু সাবনিার মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তার মায়ের সাথে খালা বাড়িতে বেড়াতে যায় সাবরিনা। শুক্রবার দুপুর খালাবাড়ির চার তলা বিল্ডিংয়ের ছাদ থেকে অসাবধনতাসবত পড়ে যায় সে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৬