খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে ফারুক মোল্যা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ আগস্ট বুধবার রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কুপিয়ে আহত করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৪০), স্ত্রী আয়েশাকে (৩৮)। নিহত ফারুক চরকুমারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তখন দুর্বৃত্তরা ৮টি ঘরে অগ্নিসংযোগ করেছে।
নিহত ফারুকের পরিবার ও স্থানীয়রা জানায়, ভেদরগঞ্জের সখিপুর থানার গনি মোল্যার কান্দি গ্রামের মৃত আব্দুল হাই মোল্যার ছেলে ফারুক স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা। তাদের পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তার এক ভাই সিরাজ মোল্যা চরকুমারীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
বুধবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্তরা ফারক মোল্যাদের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। ফারুকের স্ত্রী আয়েশা আক্তার ও ভাই ফরহাদ মোল্যাকে কুপিয়ে আহত করেন। গ্রামের লোকজন তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ফারুককে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। আর আয়েশা ও ফরহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই হামলার সময় দুর্বৃত্তরা ৮টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া মোল্যার বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের ১০-১২ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।
নিহত ফারুকের ভাই মামুন মোল্যা বলেন, সন্ধ্যার পর পরিবারের সকলে বাড়িতে ছিলাম। দুর্বিত্তরা চোখের সামনে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ঘরে আগুন দিয়েছে। প্রাণ বাঁচাতে আমরা চিৎকার চেচাঁমেচি করি। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।সখিপুর থানা ও জেলা পুলিশের কোন কর্মকর্তা ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফারুকের মরদেহ এখনো ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।
কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫১