শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় লালন সাঁই এঁর ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এই তিরোধান দিবস পালন করা হয়। নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে লালন সাঁই এঁর তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন – জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কার্যকরী সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। শান্তা ইসলাম ১৮/১০/২৫ ইং বক্তব্য রাখছেন – জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪